গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ৯টায়।
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। এরপর সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার কাছে ৩-২ গোলে পরাজিত হয় দক্ষিণ কোরিয়া। পাওলো বেন্টোর দল প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ২-২ সমতায় এসেছিল। কিন্তু ম্যাচের ৬৮তম মিনিটে মোহাম্মদ কুদুসের দ্বিতীয় গোলে ঘানার তিনটি পয়েন্ট নিশ্চিত হয়।
এক পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে, তবে তাদের সামনে এখনো নকআউট রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ আছে। যদি দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারাতে পারে, অপরদিকে উরুগুয়ে ঘানাকে পরাজিত করতে পারে, তবে গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়া কোয়ালিফাই করবে। বিপরীতে পর্তুগাল ইতোমধ্যেই নকআউট রাউন্ডে তাদের স্থান নিশ্চিত করেছে, একটি জয়/ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল।
গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ জিতে পর্তুগাল আছে দারুণ ফর্মে। নক আউট রাউন্ডও নিশ্চিত হয়ে গেছে আগেই। কিন্তু ইতিহাস কথা বলছে দক্ষিণ কোরিয়ার হয়ে। দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল, তাও ২০ বছর আগে। ২০০২ বিশ্বকাপের সেই ম্যাচে দক্ষিণ কোরিয়া জিতেছিল ১-০ ব্যবধানে।