বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা ১ মিনিটে ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।
কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর তিনি প্রাণভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতি কাছে। কিন্তু ওই প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে বুধবার রাতে বিধি মেনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়।
জেল সুপার আবদুল জলিল বলেন, ফাঁসি কার্যকরের পর মরদেহ ময়নাতদন্ত করা হয়। পরে কারাবিধি মেনে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হবে।