স্বাগতিক কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠল নেদারল্যান্ডস। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নিশ্চিত হলো তাদের গ্রুপ সেরা হওয়াও।
‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠত নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় আজ রাত ৯ টায় আল-বায়াত স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় ২-০ গোলে জিতেছে লুই ফন খালের দল।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক কাতারের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে নেদারল্যান্ডস। কাতারের বিপক্ষে শুধু এক পয়েন্টে নয়, জেতার মনোভাব নিয়েই মাঠে নামে ডাচরা। প্রথম থেকেই কাতারের রক্ষণভাগে আক্রমণ করে গেছে দলটি।
তবে এবার স্বপ্নের মতো কাটানো বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন কোডি হাকপো।
অপরদিকে জাতীয় দলের হয়ে তিন বছরের গোল খরা কাটালেন ফ্রেংকি ডি ইয়ং।
নেদারল্যান্ডসের চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন হাকপো। প্রথম তিনজন হলেন ইয়োহান নিশকেন্স (১৯৭৪), ডেনিস বার্গকাম্প (১৯৯৪) ও ভেসলি স্নেইডার (২০১০)।
কাতারের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে কোনো পয়েন্ট না পেয়ে আসর শেষ করল তারা।