ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬

Slider জাতীয়


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫০ জন। একই সময় হাসপাতলে ভর্তি হয়েছেন ৪৩৬ জন রোগী। এর মধ্যে ঢাকায় ২৫৩ ও ঢাকার বাইরে ১৮৩ জন চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৮২৭ জন। তাদের মধ্যে ঢাকারহাসপাতালে ভর্তি রোগী এক হাজার ৬৭টি ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৭৬০ জন ভর্তি আছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৬ হাজার ৯৩২ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৬ হাজার ২৬৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ২০ হাজার ৬৬৪ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৪ হাজার ৮৫৫ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ৫০ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৮০৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *