বিশ্বের মধ্যে অন্যতম পারমাণবিক শক্তি গড়ে তোলার প্রধান লক্ষ্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খরব জানিয়েছে। খবর আল জাজিরা।
শনিবারের এক ঘোষণায় কিম বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ার সবচেয় বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে তিনি সেনাবাহিনী অফিসারদের কাজে লাগিয়েছেন। ওই ক্ষেপণাস্ত্রের নাম ওয়াংসং-১৭। দেশটির প্রধান বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
তিনি এ আদেশে বলেন, স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষায় কিম জং উন শক্তিশালী পারমাণবিক শক্তি গড়তে চান। আর এটাই তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে তা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। আর এভাবেই নিজেদের সক্ষমতা দ্বারা বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তি অর্জন করবে উত্তর কোরিয়া।
এদিকে আইসিবিএম উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্রের জন্য গত ১৮ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব করা হয়েছে। কারণ উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডের ফলে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হবে।
এশিয়ার এ দেশটি চলতি বছর অনেক ক্রুস মিসাইলের পরীক্ষা চালায়। এছাড়া প্রায় ডজনখানের মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
শনিবার কিম বলেন, উত্তর কোরিয়ার বিজ্ঞানীরাও “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের প্রযুক্তির বিকাশে একটি বিস্ময়কর পথ অতিক্রম করেছে।” এর বেশিকিছু তিনি বলেননি।
উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, যদি দেশটি এমন প্রযুক্তি নির্মাণে সক্ষমতা অর্জন করে তাহলে তারা আমাদের প্রধান শত্রু।