বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি (৬৪) মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করা দুদিন আগে তার মৃত্যু হলো।
বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টার বরাত দিয়ে শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
তবে, বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল তার।
ভ্লাদিমির মেকি ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা রাশিয়ার সঙ্গে রয়েছে।