আর কোনো দাবি নাই, উন্নয়নের হিসাব চাই : ডা. জাফরুল্লাহ

Slider জাতীয়


গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের অন্য কোনো দাবি নেই। আমরা শুধু তার উন্নয়নের হিসাবটা চাই।

শনিবার (২৬ নভেম্বর) জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ১৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, উন্নয়নের খরচটা কী রকম? পদ্মা সেতু নির্মাণে খরচ হওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। এত বেশি টাকা কোথায় খরচ হয়েছে, তার একটা হিসাব পেলে আমরা খুশি হব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচন দিতে ভয়টা কোথায়? তিনি যদি বিশ্বাস করেন অনেকে উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেক।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, কৃষক-শ্রমিক যা আয় করে, তার এক-তৃতীয়াংশ শুধু চাল কিনতেই খরচ হয়ে যায়। এ ছাড়া বাকি ব্যয়গুলো তো আছেই।

শেখ আবদুন নূরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *