আগামী শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি ব্সাভবন গণভবনে শিক্ষামন্ত্রী সব বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরার পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে শুরু হয় ৬ ফেব্রুয়ারি। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ৪ এপ্রিল।
শিক্ষা বোর্ডগুলোর দেয়া তথ্যানুসারে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এসএসসিতে ১১ লাখ ১২ হাজার, দাখিলে ২ লাখ ৫৬ হাজার এবং বৃত্তিমূলক শিক্ষায় ১ লাখ ১০ হাজার জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৬৩ হাজার এবং ছাত্রী ৭ লাখ ১৫ হাজার জন। বিদেশের আটটি কেন্দ্রসহ ২৮ হাজার প্রতিষ্ঠানের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।