কাপাসিয়াতে এম এ বারী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

Slider শিক্ষা


ইসমাঈল হোসেন, গাজীপুরঃ ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় কাপাসিয়া উপজেলা মিলনায়তনে এম এ বারী শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সনদপত্র, অসমাপ্ত আত্মজীবনী প্রদান উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

কেয়ার এডুকেশনস্ গাজীপুরের আয়োজনে অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার ৩৪০ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে কাপাসিয়া কিন্ডারগার্টেনে এন্ড হাই স্কুলের কৃতি শিক্ষার্থী আলফি হাসান আফরাকে একটি পার্সোনাল কম্পিউটার প্রদান করা হয়।

এম এ বারী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এড. আমানত হোসেন খান।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম গোলাম মোর্শেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার আনসার আলী।

এছাড়া আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর জেলা সাধারণ সম্পাদক, প্রফেসর সাখাওয়াত ভুইয়া । কেয়ার এডুকেশনস গাজীপুরের সভাপতি এস এম হাবিবুর রহমান, সহ সভাপতি খোরশেদ আলম।
কেয়ার এডুকেশনস্ এর সদস্য সাংবাদিক আবু সাঈদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মাস্টারের। এছাড়া আরো বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন শরীফ, সহকারী প্রধান শিক্ষক কাপাসিয়া কিন্ডারগার্টন। ওমর ফারুক, শফিকুল ইসলাম, প্রমুখ।
এম এ বারী শিক্ষা পরিবারের পক্ষ থেকে ৭ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *