গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রে যৌন হয়রানীর অভিযোগে নিরাপত্ত রক্ষীর কারাদন্ড

Slider নারী ও শিশু

58707_hc

 

 

গাজীপুর: মহানগরের কোনাবড়ি এলাকায় অবিস্থত কিশোরী উন্নয়ন কেন্দ্রে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির এক নিরাপত্তা প্রহরীকে  এক
বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৭ মে) বিকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের  ওই দন্ড দেয়।

দন্ডিত ক্যাক্তির নাম কাওছার ভুঁইয়া (৩০) । তিনি কিশোরগঞ্জ জেলা সদরের আবদুল্লাহপুর গ্রামের মোঃ  হারিস ভূইয়ার ছেলে। তিনি এক যুগ ধরে ওই কিশোরী
উন্নয়ন কেন্দ্রে নিরfপত্তা কর্মী পদে করি করছেন।

জেলা প্রশাসনের গণমাধ্যম কর্মকর্তা সহকারী কমিশনার শরিফুল ইসলাম জানান, সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মোস্তফা কামাল জেলার
কোনাবাড়ি এলাকায় কিশোরী উন্নয়ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনকালে কেন্দ্রের নিবাসীরা নিরাপত্তা প্রহরী কাওছারের বিরুদ্ধে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।  শুনানী শেষে বিকালে ওই রায় দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করলে বিচারক স্নিগ্ধা তালুকদার অভিযুক্ত কাওছারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *