২০১০ সাল থেকেই কাতারে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা। অবশেষে ২০২২ সালে সেই মাহেন্দ্রক্ষণ এখন দরজায় কড়া নাড়ছে। ফুটবলে লাথি মারার জন্য প্রস্তুতি ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপ। আগামী রোববার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। তবে এর আগেই গলফ কান্ট্রির অন্তর্ভূক্ত দেশটিতে ইতোমধ্যে খেলার আমেজ শুরু হয়ে গেছে।
কাতারের রাস্তায় রাস্তায় এখন ফুটবল ভক্তদের ঢল নেমেছে। তার নাচছে এবং গান গাইছে। অনেকে আবার নিজ দলের জার্সি কিনছে। দোকানগুলোতে টাঙানো হয়েছে পতাকা। এছাড়া স্কুল এবং আকাশচুম্বী ভবনগুলো টাঙানো হয়ে ফুটবলের জনপ্রিয় খেলোয়াড়দের পোস্টার।
কেনিয়ার একজন দোকানদার আল জাজিরাকে বলেন, প্রতিদিন নতুন নতুন মুখের আনাগোনা হচ্ছে। বিক্রিও বাড়ছে। মানুষ এখন তাদের প্রিয় দলের জার্সি, ব্যাচ এবং পতাকা কিনছে। ফলে আমাদের ব্যবসা এখন তুঙ্গে।
তিনি আরও বলেন, ফুটবল বিশ্বকাপের জাতীয় সংগীত বাজিয়ে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, কাতারসহ জনপ্রিয় দেশের পতাকা বিক্রি বেশি হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে আফ্রিকার পাশাপাশি ইতোমধ্যে দক্ষিণ এশিয়া থেকেও অনেক দর্শক কাতারে এসেছেন। কাতারের রাস্তাঘাট এখন দর্শকদের পদচারণায় মুখরিত।