কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের মূল ভরসা নেইমার। হেক্সা জয়ের মিশনে বিশ্বকাপে মাঠে নামবে ব্রাজিল। কাতারে এবার শিরোপা জিততে হলে বড় ভূমিকা রাখতে হবে নেইমারকে। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার বলেন, বিশ্বকাপ না জিততে পারলেও নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করবেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, বিশ্বকাপ জয়ের যেহেতু সুযোগ রয়েছে সেটি কাজে লাগাতে চান তিনি। সেই সাক্ষাৎকারে নেইমারের কাছে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপ জিততে না পারলে নিজের ক্যারিয়ার অসম্পূর্ণ হবে কি না?
সেই প্রশ্নের জবাবে নেইমার সাফ জানিয়ে দেন, ‘না, আমার ক্যারিয়ারে এমন সব অর্জন আছে, যা কল্পনাও করিনি। তাই এখনই আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলেও নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবেই মনে হবে।’