মালির রাজধানী বামাকোতে জঙ্গিদের গুলিতে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কমর্রত এক বাংলাদেশী সেনা নিহত হয়েছেন। এতে অপর এক বাংলাদেশী শান্তিরক্ষী আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারী কয়েকজন সন্ত্রাসী জাতিসংঘ মিশনের একটি গাড়িতে হামলা চালায়। এতে দুই বাংলাদেশী সেনা সদস্যের একজন নিহত ও একজন গুরুতর আহত হয়। আইএসপিআর জানিয়েছে নিহতের নাম নীল কান্ত হাজং এবং আহতের নাম সিরাজুল ইসলাম। মালির একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলেন, সোমবার রাতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা দুই শান্তিরক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই শান্তিরক্ষীরা জাতিসংঘের গাড়িতে ছিলেন। গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যজন গুরুতর আহত। মিনুসমার সূত্রটি জানায়, ওই দুই শান্তিরক্ষী বামকো বিমানবন্দর থেকে শহরের দক্ষিণে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি ছোড়ে।