ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬

Slider সারাবিশ্ব


তুরস্কের প্রাচীন শহরটির একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৮১ জন।
কর্তৃপক্ষ জানায়, তাসকিম স্কয়ার এলাকায় একটি শপিং স্ট্রিটে এ বিস্ফোরণ ঘটে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই জানিয়েছেন, একজন মহিলা এই বিস্ফোরণটি ঘটিয়েছেন।

রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউ এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তুরস্ক প্রতিনিধি সিনেম কোসেওগ্লু বলেন, ‘সবার দৃঢ় বিশ্বাস— এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে আমরা এখনও কোনো দাপ্তরিক বিবৃতি পাইনি।’

তুরস্কের নিরাপত্তা বিশ্লেষক মুরাত আসলান আল জাজিরাকে বলেন, ইস্তিকলাল অ্যাভিনিউ খুবই জনবহুল একটি এলাকা এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়া।

‘সাধারণত এই এলাকায় সর্বোচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তা থাকে। এছাড়া অ্যাভিনিউ জুড়ে প্রচুর সংখ্যক নজরদারি ক্যামেরাও রয়েছে। যদি এটি কোনো সন্ত্রাসী হামলা হয়, সেক্ষেত্রে আমার ধারণা— পুলিশ দ্রুত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *