গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ, এক পুলিশ, ৬ আসামির মৃত্যু

Slider টপ নিউজ

DSC00165

 

 

 

 

 

গাজীপুর: গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে আসামি বহনকারী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ১২জন।

সোমবার (২৫মে) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদরা হলেন, শ্রীপুর থানার কনস্টেবল মোস্তফা কামাল (৩৮) (নম্বর-৩২৪), গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার আমির আলীর ছেলে ও লেগুনা চালক মুমিনুল্লাহ (২৮), শ্রীপুর থানার সাতখামাইর এলাকার দুর্লভপুর গ্রামের সোহেল রানা (২৭), মানিক মিয়া (৩০), মাসুদ রানা(৩২), মনির হোসেন(২৬) এবং সোহরাব মিয়া(১৫)।

এদের মধ্যে কনস্টেবল মোস্তফা কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানান ঢামেক পুলিশশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আরশাদ আলী, কনস্টেবল শাররফ হোসেন (৩৭৭), আনোয়ার হোসেন (৯০৯), জুলহাস উদ্দীন (২১২), আবদুল মান্নান (৫৬০)।

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ সাংবাদিকদের বলেন, শ্রীপুর থানা থেকে লেগুনা করে আসামি নিয়ে গাজীপুর আদালতে আসছিল পুলিশ। এ সময় পোড়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

‘এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পাঁচ পুলিশ সদস্যসহ ১৫জন আহত হন,’ বলেন তিনি।

এসপি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *