মোঃ জাকারিয়া
গাজীপুর অফিস: জামিনে ছাড়া পাওয়ার পর মাদক ব্যবসায়ীর হাতে খুন হয়েছেন পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে সন্ধিগ্ধ এক ব্যাক্তি।
সোমবার(২৫) মে বেলা ২টায় গাজীপুর মহানগরের ভারারুল জমাতলা এলাকার এক দোকানের পাশে ওই ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ কামাল খান(৪০)। পিতার নাম মৃত মুনসুর খান। বাড়ি ভারারুল জামতলা। তিনি গাজীপুর সাবরেজিষ্ট্রি অফিসে জনৈক মোক্তারের সহযোগী হিসেবে বিভিন্ন ব্যবসা বানিজ্য করতেন।
নিহতের ভাই বাবু খান জানান, কিছু দিন পূর্বে গাজীপুর ডিবি পুলিশ ভারারুল এলাকা থেকে চিহিৃত মাদক ব্যবসায়ী ইয়াদ আলীকে গ্রেফতার করে। ২০ দিন কয়েকদিন পূর্বে ইয়াদ আলী জামিনে মুক্তি পায়। এরপর ইয়াদ আলী তাকে পুলিশে ধরিয়ে দেয়া অভিযোগ করে কামাল খানকে হুমকি দিয়ে আসছে।
বাবু খান বলেন, আজ সোমাবার বেলা ২টার দিকে তা ভাই কামাল খান বাড়ির পাশে একটি দোকানে বসে মোবাইলে কথা বলছিলেন। এসময় ইয়াদ আলী সন্ত্রাসীদের নিয়ে
এসে তা ভাইকে কূপিয়ে জখম করে ও ছুঁড়া দিয়ে আঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। অতঃপর তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন
মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কিছুক্ষন পর কামাল খান মারা যায়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সোজায়েত হোসেন কামাল খান খুনের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ
কর্তমানে হাসাপাতাল মর্গে আছে।