মেক্সিকোতে বন্দুক হামলায় চার নারীসহ নিহত ৯

Slider সারাবিশ্ব


মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি পানশালায় বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ নারী রয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সশস্ত্র গোষ্ঠী জড়িত। তবে নেপথ্য কারণ এখনও জানা যায়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গুয়ানাজুয়াতো কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ রাজ্যে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে একটি সশস্ত্র গোষ্ঠী শহরের পানশালাটিতে প্রবেশ করে। পরে বন্দুক হামলা চালায় তারা। এতে কয়েকজন হতাহত হন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলায় ৫ জন পুরুষ এবং ৪ জন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২ নারী। তাদের অবস্থা স্থিতিশীল।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, ঘটনাস্থলে দুটি পোস্টার পাওয়া গেছে। তাতে অপরাধী গোষ্ঠীর আলামত মিলেছে। তারা সশস্ত্র বাহিনীর সদস্য।

এর আগে গত মাসে মেক্সিকোর ইরাপুয়াতো শহরের একটি পানশালায় বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১২ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *