গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রো রেলের সুবিধা পাবে।
রোববার যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রালয়ের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় একথা জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪১টি নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়া সারাদেশে ১ হাজার ২৬৬ কিলোমিটার নতুন সড়ক তৈরি করা হবে।
কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ গত ১৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে আসেন তিনি।