টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আজ (১০ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে। ফাইনালে পাকিস্তানের সঙ্গী কে তা জানতে চোখ রাখতে হবে ইংল্যান্ড-ভারত ম্যাচে।
পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারত। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত।
অন্যদিকে, ভারতকে হারানোর জন্য প্রস্তুত ইংল্যান্ডও। অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকসের মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি মঈন আলী,আদিল রশিদের মতো পরীক্ষিত স্পিনার রয়েছে ইংল্যান্ডের যারা অ্যাডিলেডের উইকেটে হয়ে উঠতে পারেন ভয়ংকর।
ভারতের সম্ভাব্য একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, ঋষভ পন্থ/দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শ্বদীপ সিং।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্দান।