গত ২৪ ঘণ্টায় ৩হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৬৬শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়ে সারা দেশে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত সারা দেশে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জন করোনায় শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছেন, দেশে নতুন রোগীসহ এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ১৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশ, সুস্থ্য হয়েছেন ৯৭ দশমিক ৪০ শতাংশ আর মৃত্যু ১দশমিক ৪৫ শতাংশ।
উল্লেখ্য ২০২০ সালের মার্চে করোনাভাইরাসে দেশের জনগণ চারটি ঢেউ পাড়ি দিয়ে এখন পঞ্চম ঢেউ চলমান। তবে চতুর্থ ঢেউ থেকেই দেখা যাচ্ছে দেশবাসীর মধ্যে এই ভাইরাস আগের মতো আর আতঙ্ক তৈরি করছে না। আর পঞ্চম ঢেউয়ে মৃত্যু তুলনামূলক কম।