গেলো কয়েকদিনের মতো মঙ্গলবারও (৮ নভেম্বর) সারা দেশের আকাশ থাকবে মেঘে ঢাকা। এ অবস্থায় দেশে শুষ্ক আবহাওয়ার সঙ্গে নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহের শেষ দিকে রাতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি কিছুটা তীব্র হতে পারে।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পরবর্তী ২৪ ঘণ্টায় জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সারা দেশের আকাশ মেঘলাসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ভোরের দিকে দেশের উত্তরাঞ্চলসহ নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
তবে আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানানো হয়। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে।