জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, আজ ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভা দোয়া মাহফিলে মিছিল নিয়ে যোগদান করার নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও গুলি করে। গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ১৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবী করেন তিনি।
কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, এ ঘটনায় তিনিসহ পুলিশের ১০ সদস্যসহ আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপের কথা স্বীকার করেছেন তিনি।