ঢাকা: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অর্জিত বিভিন্ন সাফল্যের কারণে ২৯ মে (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণ-সংবর্ধনা’ দেবে জাতীয় নাগরিক কমিটি।
ওই অনুষ্ঠান সফল করতে সোমবার (২৫ মে) বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ মে) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
এছাড়াও বিকেল সাড়ে ৫টায় একই কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্য, সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।
যৌথসভাগুলোতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।