সোমবার একসঙ্গে ১০০ ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Slider জাতীয়


মাজহারুল ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৭ নভেম্বর) একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন। রোববার সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিআরটি প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে।

উদ্বোধনের অপেক্ষায় থাকা ১০০ সেতুর মধ্যে সবচেয়ে বেশি সেতু চট্টগ্রাম বিভাগে ৪৫টি। আর সবচেয়ে কম কুমিল্লায় একটি। এ ছাড়া সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ৬, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ৫টি করে এবং ঢাকা বিভাগে ২টি সেতু রয়েছে। সব মিলিয়ে এ সব সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *