পেটপুরে ভাত খাওয়ারও যেন জো নেই দেশের সাধারণ মানুষের। পাতে মিলছে না রুটিও। মাত্র দুই বছরের ব্যবধানেই চাল আর আটার রেকর্ড মূল্যবৃদ্ধির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন স্বল্প আয়ের মানুষ।
এমন তথ্যই দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। বাজার নিয়ন্ত্রণে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চোখ রাঙানিতে অসহায় সাধারণ মানুষ।
চলতি বছরে খাদ্যের দামে রেকর্ড করেছে বাংলাদেশ। এমন তথ্য উঠে এসেছে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে।