ঢাকা: আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
আগামী ২৮ মে এ বিষয়ে আদেশের জন্য দিন রেখেছেন আপিল বিভাগ।
এর ফলে ২৭ মে নির্ধারিত বার কাউন্সিলের নির্বাচন আর হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ রোববার (২৪ মে) এ বিষয়ে শুনানি গ্রহণ করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার (২১ মে) বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ওইদিনই এ আদেশ স্থগিত চেয়ে বার কাউন্সিল এবং তিন প্রার্থী আপিল আপিল আবেদন করেন।