করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৭

Slider জাতীয়


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জন, আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৫ জন।

শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮৯২টি নমুনা। এখন পর্যন্ত মোট ১ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন।
প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পরে ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *