ঢাকা: রাজধানীর মগবাজারে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গুলি করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
গুলিবিদ্ধ কর্মকর্তা সেলিম আকতার (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে মগবাজার ব্র্যাক ব্যাংকের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
সেলিম জানান, তিনি মগবাজারের অ্যাকুয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের অ্যাকাউন্ট অফিসার। অফিসের কর্মচারী পিন্টু দাসকে নিয়ে দুটি ব্যাগে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি।
তারা মগবাজার ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে ৪/৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় তারা সেলিমের হাতে থাকা টাকার ব্যাগ ধরে টান দেয়। সেলিম বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে। একই সঙ্গে পিন্টুর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পিন্টু দাস।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টুচন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।