রাঙামাটির লংগদুর উপজেলার কাট্টলি বিল এলাকায় একটি স্পিডবোট উল্টে ছয় জন আহত এবং এখনও দুইজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) বেলা তিনটার দিকে কাট্টলি বিলের গাছ টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লংগদুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা তিনটার দিকে একটি স্পিডবোট আট যাত্রী নিয়ে বাঘাইছড়ির সিজকমুখ এলাকা থেকে রাঙামাটি সদরে যাচ্ছিল। এসময় স্পিডবোটটি লংগদুর উপজেলার কাট্টলি বিল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই নৌকার পেছনের অংশে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে উদ্ধার করেছি। এ ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছে। অহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
লংগদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় লিটন চাকমা (২০) ও এলিনা চাকমা (২০) নামে দুজন নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে। উদ্ধার অভিযান চলমান আছে।
তিনি আরও বলেন, স্পিডবোটের যাত্রীদের গায়ে লাইফ জ্যাকেট ছিল না, থাকলে হয়তো নিখোঁজের ঘটনা ঘটত না।
বালু বোঝাই বোটের চালক নজরুল ইসলাম জানান, কাট্টলি বিল কাপ্তাই হ্রদের সব থেকে প্রশস্ত স্থান যা প্রায় ১৪ কিলোমিটার। আমার বোটে বালু বোঝাই থাকায় অত্যন্ত ধীর গতিতে বোটটি চলছিল। ফলে বোটের ছাদে আমি নামাজ পড়ছিলাম, সালাম ফিরাতে দেখি একটি স্পিডবোট সোজা আমার বোটের দিকে ধেয়ে আসছে। দ্রুত চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। শেষ মুহূর্তে বোটটি সাইড কাটার চেষ্টা করলেও আমার বোটের পেছনের অংশে এসে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং একপাশের কিছু অংশ ভেঙে যায়।
স্পিডবোট চালক হিমেল চাকমা জানান, বোট চলা অবস্থা চোখে পোকা জাতীয় কিছু একটা পড়ায় আমি চোখ পরিষ্কার করছিলাম হঠাৎ সামনে বোটটি দেখতে পাই, অনেক চেষ্টা করেও স্পিডবোটটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।