সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

Slider অর্থ ও বাণিজ্য


সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছে, বিশ্ববাজারে অপরিশোধিত ভোজ্যতেলের দাম বেড়েছে। সেই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কমেছে। ফলে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকায় বিক্রি হচ্ছে। নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে এ তেলের দাম দাঁড়াবে ১৯৩ টাকা।

বর্তমানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৮০ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে সেটা দাঁড়াবে ৯৫৫ টাকা।
আর খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৫৮ টাকায়। এ প্রস্তাব বাস্তবায়ন হলে যার দর হবে ১৭৩ টাকা।

এর আগে ৩ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের মূল্য ১৭ টাকা কমায় ব্যবসায়ীরা। এখন সেই দামেই বাজারে তা বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে বিষয়টা কতটা যৌক্তিক যাচাই করা হবে। এজন্য সময় লাগবে।

এ মূহূর্তে দাম বাড়ানো ঠিক হবে কি না, তা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে তারা। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *