করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত কমেছে

Slider জাতীয়
বজ্রপাত

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে ১৪০ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার করোনায় কারও মৃত্যু না হলেও ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

আজকের বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৫১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *