টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আজকের ম্যাচ ভারতের বিপক্ষে। ভেন্যু অ্যাডিলেড ওভাল। বাংলাদেশের কাছে অ্যাডিলেড ওভাল এক সুখস্মৃতির নাম, এক সুখানুভবের নাম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় অর্জন এসেছিল এই মাঠেই।
সেই দিনকে মনে করতে ফিরে যেতে হবে ২০১৫ সালে। সেবার ওয়ানডে বিশ্বকাপ বসেছিল তাসমান সাগর পাড়ে। সেবার গ্রুপ পর্বে আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ। আর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলাদেশ, এমন একটা সমীকরণ সামনে দাঁড়ায়।
ভাগ্য নির্ধারণী সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড গড়া সেঞ্চুরি, মুশফিকের অনবদ্য ব্যাটিং শেষে রুবেলের সেই বিধ্বংসী ৪৯তম ওভার! হাত দুটো ডানার মতো মেলে সেদিন উড়ছিলেন রুবেল, মেতেছিলেন উল্লাসে, ভাসিয়েছিলেন উচ্ছ্বাসে। সেই মুহূর্তের সামগ্রিক চিত্রটা বুঝাতে নাসের হুসাইনের সেই ভাষ্যটাই যথেষ্ট ‘ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডেইজ ইন বাংলাদেশ হিস্ট্রি!’
প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে সেবার ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উঠে। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন এই ম্যাচটিকেই ধরা হয়ে থাকে। তবে সেই বিশ্বকাপে খেলা স্কোয়াডের মাত্র ৩ জন আছেন এই বিশ্বকাপে। অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি দু’জন হলেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।
এই মাঠেই আজ ফের খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ানো ভারত। আজ ভারতকে হারিয়ে সেই ম্যাচের প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ দলের সব থেকে বড় অনুপ্রেরণার নাম অ্যাডিলেড ওভাল।