২০২৩ সালের সব ধরনের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।
মঙ্গলবার (১ নভেম্বর) ছুটির এ তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিন শুক্র এবং শনিবার পড়েছে।
ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।