টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। যেখানে প্রথমে ব্যাট করা আফগানরা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে পেরেছে।
আজ মঙ্গলবার ব্রিসবেনে গ্রুপ ওয়ানের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে আফগানিস্তান। ৬.১ ওভারে ৪২ রান তোলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি। তবে তাদের কেউই ইনিংস বড় করতে পারেননি। লাহিরু কুমারার বলে বোল্ড হওয়া গুরবাজ ২৪ বলে ২টি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন। আর ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বিদায় নেন ২৭ রান করা গনি।
এরপর কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ইব্রাহিম জাদরান ২২ ও নাজিবুল্লাহ জাদরান ১৮ রান করেন।
লংকান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান স্পিনার হাসারাঙ্গা। দুটি উইকেট দখল করেন কুমারা।