মসিউর রহমান রাঙ্গার পরিবর্তে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ করা হচ্ছে ফখরুল ইমামকে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়া হবে।
সোমবার (৩১) অক্টোবর দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফখরুল ইমাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য।
পার্টি সূত্রে জানা গেছে, বৈঠকে মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে ফখরুল ইমামকে চিফ হুইপ করার সিদ্ধান্তের চিঠি জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া হবে।
বিকেলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছেন, ফখরুল ইমামকে চিফ হুইপ করার সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। স্পিকারের অনুমোদনের কোনো বিষয় এখানে নেই।