ঘণ্টায় ঘন্টায় অবস্থান পরিবর্তন করায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তাকে আমরা খুঁজছিলাম, প্রতিদিন-প্রতিঘণ্টায় তিনি অবস্থান পরিবর্তন করতেন। তাই আমাদের গোয়েন্দারা তাকে ধরতে পারত না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সালাহউদ্দিনকে ফেরত আনতে তৎপরতা চালাবে সরকার। সে যখন একজন বাংলাদেশি নাগরিক, তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা নেব। দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা হবে। গত ১১ই মার্চ আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নেয় বলে অভিযোগ ছিলো পরিবারের। তখন এই অভিযোগ অস্বীকার করে প্রতিমন্ত্রী বলেছিলেন, সালাহ উদ্দিনকে পুলিশ খুঁজছে,পলে গ্রেপ্তার করা হবে। এর দুই মাস পরে সালাহউদ্দিন আহমেদকে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য মেঘালয়ে পাওয়া যায়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে মেঘালয় পুলিশ।
‘ঘণ্টায় ঘণ্টায় অবস্থান বদলাতেন সালাহউদ্দিন’
একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিশিষ্ট দশ ব্যক্তিকে হত্যার হুমকিদাতাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে হুমকি পাওয়াদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তাদের হত্যার হুমকি ও ব্লগার হত্যার ঘটনায় রহস্য রয়েছে বলে জানান তিনি। ব্লগার হত্যাকাণ্ডের পর আনসারুল্লাহ বাংলাটিমের দায় স্বীকারের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামসহ ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি ও ব্লগার হত্যার ঘটনায় রহস্য রয়েছে। যারা দেশের উন্নয়ন, অগ্রগতি চায় না তারাই এ সব ঘটাচ্ছে।