৮ সপ্তাহের মধ্যে আকরিক লোহার দাম সর্বনিম্ন

Slider অর্থ ও বাণিজ্য


আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দালিয়ান বেঞ্চমার্কে চুক্তি মূল্য ৮ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার ও নাসডাকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে শিল্প খাতে মুনাফা হ্রাস পেয়েছে। ফলে লৌহ আকরিকের চাহিদা নিম্নমুখী হয়েছে। এতে শক্ত ধাতুটির দরপতন ঘটেছে।

চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জ ডিসিআইওসিভি১-এ সবচেয়ে বেশি ব্যবসা করা আকরিক লোহার জানুয়ারির সরবরাহ মূল্য ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের দর স্থির হয়েছে ৬৫৫ দশমিক ৫০ ইউয়ান (চীনা মুদ্রা) বা ৯০ দশমিক ৯০ ডলারে (যুক্তরাষ্ট্রের মুদ্রা)।

এর আগে গত ২ সেপ্টেম্বরের পর সর্বনিম্নে নেমে যায় আকরিক লোহার দাম। টনপ্রতি মূল্য দাঁড়ায় ৬৫৪ ইউয়ান।

অন্যদিকে, সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের লৌহ আকরিকের আগামী নভেম্বরের চুক্তি মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ নিম্নমুখী হয়েছে। প্রতি টনের দর দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭৫ ডলারে।

চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শিল্প খাতে মুনাফা কমেছে ২ দশমিক ৩ শতাংশ। দেশটি এখনো জিরো কোভিড নীতি অনুসরণ করে চলেছে। ফলে সেখানে অবকাঠামো নির্মাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে আকরিক লোহার মূল্য পতন ঘটছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে ওয়েস্টপ্যাক বিশ্লেষকরা বলেন, চীনে করোনাভাইরাস ঝুঁকি অব্যাহত রয়েছে। তাতে এ বছরের শেষ পর্যন্ত দেশটির শিল্প খাতে প্রবৃদ্ধি কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *