প্রথম ওভারেই তাসকিনের আঘাত

Slider খেলা


১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জয়ের নায়ক তাসকিনের হাত ধরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই টাইগার পেসার ফেরালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরে আউট হয়েছেন বাভুমা।

উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন একটা বেগ পেতে হয়নি উইকেটকিপার নুরুল হাসানের। ৬ বল খেলে ২ রান করে সাজঘরে ফিরে গেছেন প্রোটিয়া অধিনায়ক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ ওভার শেষে ৩১ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবারসহ সংক্ষিপ্ত এ ফরম্যাটে সাতবারের দেখায় প্রোটিয়াদের বিপক্ষে একবারও জয় পায়নি বাংলাদেশ। তবে ডাচদের হারিয়ে কিছুটা স্বস্তিতে থাকা বাংলাদেশ এ ম্যাচে নিশ্চয়ই চাইবে নতুন ইতিহাস লিখতে। সিডনি স্টেডিয়ামে অভিষেক ম্যাচ রাঙাতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও।

এক্ষেত্রে টাইগার কাপ্তানের বড় বাজি হতে পারেন ডাচ জয়ের নায়ক তাসকিন। নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই গতিতারকা। এ ম্যাচেও প্রথম সাফল্য এসেছে তার হাত ধরে।

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটারদের কথা মাথায় রেখে ইয়াসির আলি রাব্বির জায়গায় মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেয়া হয়েছে।অন্যদিকে, প্রোটিয়া দলে আছেন তাবরেজ শামসি। লুঙ্গি এনগিডির জায়গায় দলে নেয়া হয়েছে বাঁহাতি আনঅর্থোডক্স এ স্পিনারকে।

বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে ও তাবরেজ শামসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *