ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে একটি শিয়া মাজারে হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র।
খবরে বলা হয়েছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে শাহ চেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। তিন জন বন্দুকধারী মাজারের ভেতরে ঢুকে হামলা চালায়। দুই জন হামলাকারীকে আটক করা হয়েছে। একজন এখনো পলাতক রয়েছে।
তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও ইরনা জানিয়েছে, হামলাকারীরা ‘তাকফিরি সন্ত্রাসীদের’ মতো আচরণ করেছে। ইসলামিক স্টেটের জঙ্গিদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক থাকা নূর নিউজ জানিয়েছে, হামলাকারীরা ইরানের নাগরিক নয়। ওই মাজারটি শিয়া ধর্ম বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।