ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলে জুমার নামাজ চলাকালে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতির বরাত দিয়ে এ বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
শুক্রবার (২২ মে) দেশটির কাতিফ প্রদেশের আল কিদাহ গ্রামে ইমাম আলি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন বলে কাতিফ সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সময় মসজিদটিতে দেড়শ’ জন লোক জমায়েত হয়েছিলেন নামাজ আদায় করতে।
এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি।
সৌদি আরবে কোনো শিয়া মসজিদে এটাই প্রথম হামলা। হামলার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরবের গালফ উপকূলীয় কাতিফ প্রদেশ ও আল-আহসা শিয়া সংখ্যাগরিষ্ঠ এলাকা বলে পরিচিত। এই দুই প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভেরও ইতিহাস রয়েছে।
দেশটির মোট জনসংখ্যার ১০ থেকে ১৫ শতাংশ শিয়া সম্প্রদায়ের মুসলিম। তারা সবসময়ই সুন্নি সরকারের বিরুদ্ধে ‘বৈষম্যে’র অভিযোগ করে এসেছে। বিশেষ করে, শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে শিয়াদের বঞ্চিত করার অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে।
তবে শিয়াদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে সৌদি সরকার।