ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মর্জিনা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাগেরহাট সদরের অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে মর্জিনার স্বামী নেই। ৮ বছরের ছেলেকে নিয়ে লোহাগড়া পৌরসভার রাজোপুর গ্রামের গফফার শেখের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। অন্যের বাসায় করতেন গৃহপরিচারিকার কাজ।
আজ দুপুরে বৈরী আবহাওয়ায় কাজে যাচ্ছিলেন মর্জিনা। এ সময় বাতাসে মেহগনি গাছের ডাল তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে মর্জিনাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী জানান, নিহতের একমাত্র ছেলেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে আর্থিক অনুদানসহ সার্বিক সহোযোগিতা দেওয়া হবে।