২০ রানে ৪ উইকেট নেই, চরম বিপর্যয়ে বাংলাদেশ

Slider খেলা

বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত দারুণ একটা শুরুই এনে দিয়েছিলেন। তবে দলীয় ৪৩ রানে সৌমের বিদায়ের পর যেন এলোমেলো হতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৪৩ থেকে ৬৩, এই ২০ রানের মধ্যে চার উইকেট হারায় টাইগাররা। পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে।

দলীয় ৪৩ রানে সৌম্যর বিদায়ের পর ৪৭ রানে শান্তর আউট এরপর ৬০ রানে সাজঘরে ফিরেন লিটস দাস। সবশেষ ৬৩ রানে আউট হন অধিনায়ক সাকিবও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান। মাঠে আছেন আফিফ (০) ও ইয়াসির (১)।

এর আগে বিশ্বকাপের সুপার টুয়েলভের পঞ্চম ম্যাচে টস জিতে বোলিং নেয় ডাচরা, আগে ব্যাটিং করতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে।

বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ :
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।

এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *