৪ ওভারে ১৫ রান। আর এই রান তুলতে যেয়েই পাকিস্তানের নেই ২ উইকেট। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বাবর-রিজওয়ানকে হারিয়ে অনেকটা ব্যাকফুটে পাকিস্তান।
এক বছর আগের হারের বদলার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ব্যাট থেকে কোনো রান আসেনি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অর্শদীপ সিংয়ের শিকার বাবর আজম। নামের পাশে তখনো রান লেখাতে পারেননি বাবর আজম।
এর পর চতুর্থ ওভারে আবারো অর্শদীপ সিংয়ের শিকার হন মোহাম্মদ রিজওয়ান। নামের পাশে মাত্র ১২ বলে ৪ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে ২ ইউকেট হারিয়ে ৪১ রান।
পাকিস্তান একাদশ :- মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারতীয় একাদশ :- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।