শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় অক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।