ফের প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতায় নামছেন বরিস?

Slider সারাবিশ্ব

প্রবল চাপের মুখে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। গত ৬ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লিজ ট্রাস। তবে প্রধানমন্ত্রী হিসেবে টিকলেন মাত্র ৪৫ দিন।

এখন প্রশ্ন উঠেছে দেশটির এই টালমাটাল অবস্থায় কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টির নেতৃত্বের মধ্যে লিজ ট্রাসের প্রতিদ্বন্দী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন। এর পরই জনপ্রিয়তার দিক থেকে আছেন পেনি মরডন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

এছাড়া অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এদিকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে মাত্র ছয় সপ্তাহ আগে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও আবার প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতায় নামতে পারেন।

তবে এই নিয়ে বরিস জনসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বরিসের মিত্ররা আভাস দিয়েছেন তিনি এই লড়াইয়ে সামিল হতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *