সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে কারাগারে প্রেরণ ও পুলিশি হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির একাংশের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিকুঞ্জ মোড় এলাকায় আসলে তাতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধায় সেখানেই বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, শাহিন আকন্দ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, হাদিউজ্জামান সোহেল, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষকদলের আহ্বায়ক দিপু হায়দার খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।