ঢাকা: আখাউড়া রেলস্টেশন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ঢাকাগামী চট্টগ্রাম মেইলের তিনটি বগি লাইনচ্যুত হলে ভোর ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের লোকোশেড ইনচার্জ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার ও লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো এরইমধ্যে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানান এনামুল হক।