গাজীপুরে ফিলিং স্টেশনের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ আল আমিন (৩০) নামের আরও একজনের মৃত্যু।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়াল।
আল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী শরীফ। তিনি গাজীপুর বোর্ড বাজার বটতলা এলাকায় থাকতেন।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, আল আমিন শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় আরও দুইজন চিকিৎসা ধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
গত ১৩ অক্টোবর গাজীপুর গাছা রোড হাজী ওয়াহিদ সিএনজি পাম্পে কাভার্ডভ্যানে খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হয়। ওই দিন রাতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন মিঠু (২৬) নামের এক যুবক মারা যান। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় মারা যান পারভেজ (৩১) নামের আরেক যুবক।