বাহরাইন: রিক্রুটিং এজেন্সির প্রতারণার কারণে হতাশ হয়ে বাহরাইনের গুদাইবিয়া এলাকায় জুয়েল ইসলাম (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন।
জুয়েল মেহেরপুরের গাংনীর কাজীপুর ইউনিয়নের নওতাপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মুকবুল হোসেনের ছেলে। তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নম্বর-৮৭০৭৫৪২৩৮।
আসায়েদ কাদিম সায়েদ মহসিন আল দেরাজী নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জুয়েল। থাকতেন গুদাইবিয়ার যুবারা অ্যাভিনিউ রোড়ে সোনার মদিনা (বাংলাদেশি) রেস্টুরেন্টের উপরের একটি ফ্ল্যাটে।
জুয়েলের সহকর্মীরা জানান, জুয়েল ছয় মাস আগে দালালের মাধ্যমে বাহরাইন এসে ভালো কাজ ও বেতন না পেয়ে হতাশ হয়ে পড়ে। শেষ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানির কাছে পাসপোর্টের জন্য গেলে তার কাছে ৫০০ দিনার (১ লাখেরও বেশি) টাকা দাবি করে।
এ টাকার জন্য দেশে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে কোনো উপায় না পেয়ে তিনি আত্মহননের পথ বেঁচে নেন।
দু’দিন পর্যন্ত রুমমেটরা খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের পরিত্যক্ত একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে হুরা থানার পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তার মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।