সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সিলেট-ঢাকা মহাসড়কের কলারাইবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপকমিটির সদস্য ও মোল্লারগাঁও ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা মো. আবু ছালেহের ছেলে মারজান আহমদ (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের ছেলে সৈয়দ লুৎফুর রহমান মাহি (৩৫)। সৈয়দ লুৎফুর প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মকর্তা ছিলেন।
জানা যায়, রোববার সকালে সিলেটগামী একটি মাইক্রোবাস কলারাই বাজার সংলগ্ন ১৯ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।